ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে ইসরায়েল। এর জেরে দেশের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে বিমান হামলার সতর্কতা সাইরেন চালু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
এদিকে, রয়টার্স বরাত আল জাজিরা জানিয়েছে, জেরুজালেমের আকাশে একটি ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে, যার পরপরই দূর থেকে একাধিক ‘বিস্ফোরণের শব্দ’ শোনা যায়।
ঘটনাটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।