ঢাকা | বঙ্গাব্দ

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলে বাজছে সাইরেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলে বাজছে সাইরেন ছবির ক্যাপশন: ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলে বাজছে সাইরেন
ad728

ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে ইসরায়েল। এর জেরে দেশের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে বিমান হামলার সতর্কতা সাইরেন চালু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এদিকে, রয়টার্স বরাত আল জাজিরা জানিয়েছে, জেরুজালেমের আকাশে একটি ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে, যার পরপরই দূর থেকে একাধিক ‘বিস্ফোরণের শব্দ’ শোনা যায়।

ঘটনাটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ নিয়ে জেরুজালেম ও আশপাশের অঞ্চলে জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

টাইমস অব ইসরায়েল বরাত আল জাজিরা আরও জানিয়েছে, জেরুজালেমে সাইরেন বাজতেই আইনপ্রণেতারা পার্লামেন্ট ভবন (কেনেসেট) থেকে আশ্রয়কেন্দ্রে ছুটে যান।

এই ঘটনার ঠিক আগেই ইসরায়েলের উত্তরে আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন শোনা যায়।

সামগ্রিক পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : প্রতিনিধি

কমেন্ট বক্স