ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েল-ইরান ‘যুদ্ধবিরতি’ নিয়ে ফ্রান্সের বিশেষ বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ইসরায়েল-ইরান ‘যুদ্ধবিরতি’ নিয়ে ফ্রান্সের বিশেষ বার্তা ছবির ক্যাপশন: ইসরায়েল-ইরান ‘যুদ্ধবিরতি’ নিয়ে ফ্রান্সের বিশেষ বার্তা
ad728

ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফ্রান্স। একইসঙ্গে তেহরানকে বিশেষ বার্তা দিয়েছে দেশটি। ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ফ্রান্স ইরানকে আহ্বান জানাচ্ছে যেন তারা বিলম্ব না করে এমন একটি আলোচনায় অংশ নেয়, যা তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টকারী কার্যক্রম সম্পর্কিত সব উদ্বেগের নিরসন ঘটাতে পারে।’

 

জানা যায়, তেহরান পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশ নিচ্ছিল। তবে গত ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলার পর আলোচনা স্থগিত হয়ে যায়। এরপর সেই হামলায় জড়িয়ে যায় যুক্তরাষ্ট্রও। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় তারা।

সেই হামলার জবাব দিয়েছি ইরানও। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এরপরই আসে যুদ্ধবিরতির বার্তা।

সূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স