ইরানে নতুন করে বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) এর পাইলটদের ঘরে ফিরিয়ে আনারও আদেশ দিয়েছেন তিনি।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ‘তীব্র পাল্টা আঘাত’ হানার ঘোষণা দেওয়ার পরপরই, ট্রাম্পের এই হুঁশিয়ারি এলো।