ঢাকা | বঙ্গাব্দ

মব জাস্টিস নয়, আইনি ব্যবস্থায় অপরাধীদের বিচার চায় বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
মব জাস্টিস নয়, আইনি ব্যবস্থায় অপরাধীদের বিচার চায় বিএনপি ছবির ক্যাপশন: মব জাস্টিস নয়, আইনি ব্যবস্থায় অপরাধীদের বিচার চায় বিএনপি
ad728

বিএনপি অপরাধীদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ জুন) রাজধানীতে পৃথক কর্মসূচিতে তিনি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, দলীয় কেউ যদি মব জাস্টিসে জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি মব জাস্টিসকে সমর্থন করে না। অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে নিয়মতান্ত্রিকভাবে। দলের কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজধানীর উত্তরায় বিএনপির আরেক কর্মসূচিতে অংশ নিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে এখন নির্বাচিত সরকার নেই। গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকেই মব জাস্টিসের ঘটনা বাড়ছে। জনগণ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কারণ রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে না।

এই কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ‘রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা’ লিফলেট বিতরণ করা হয়। মিন্টু বলেন, দেশে ন্যায়বিচার ফিরিয়ে আনতে হলে একটি সুশাসিত, জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। বিএনপির ৩১ দফা সেই পথেই এগিয়ে যাওয়ার রূপরেখা।

বিএনপি নেতারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই আইনের শাসন নিশ্চিত করতে চায় দলটি। তারা মব সৃষ্টিকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স