ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে সেরা হবিগঞ্জের ২ শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে ছবির ক্যাপশন: আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে
ad728

বাংলাদেশের দুইশত জন শিল্পী এবং নেপালের সম্ভাব্য ৮০ জন শিশু কিশোরের আঁকা শিল্পকর্ম নিয়ে গত ২৫ থেকে ২৭ জুন নেপালের পোখাড়ায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর চিত্র প্রদর্শনী ২০২৫।

'তোমার স্বপ্ন আঁকো' শিরোনামে আন্তর্জাতিক শিশু-কিশোর চিত্র প্রদর্শনীতে হবিগঞ্জ চারুকলা একাডেমির ২ জন চিত্রশিল্পী বেস্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন।

প্রতিযোগিতার বি-গ্ৰুপে অন্বেষা সরকার কল্পের ছবি এবং সি-গ্ৰুপে তন্বী রানী দাসের ছবি বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে।

অন্বেষা বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী, এবং তন্বী একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

শিশু-কিশোর চিত্র প্রদর্শনীতে হবিগঞ্জ চারুকলা একাডেমির ৯ জন নির্বাচিত শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হয়। প্রায় চারশত আগ্রহী শিশু-কিশোরদের পাঠানো শিল্পকর্ম থেকে দুইশত শিল্পকর্ম বাছাই করে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়।

পরবর্তীতে ঢাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মাঝে এ্যপ্রিসিয়েশন সার্টিফিকেট, তাদের পেইন্টিং এবং ছবি সম্বলিত ক্যাটালগ এবং পুরস্কার তুলে দেয়া হবে।

এ ব্যাপারে হবিগঞ্জ চারুকলা একাডেমির পরিচালক আশিষ আচার্য বলেন, শিল্পচর্চায় মফস্বল এলাকা সবসময় পিছিয়ে থাকে। বেশিরভাগ সময় আমাদের এলাকার প্রতিভাবান অনেক শিল্পী ঝড়ে পড়ে বিকশিত হবার সুযোগ না পেয়ে। এমন পরিস্থিতিতে আমাদের দুজন শিল্পীর চিত্র আন্তর্জাতিক শিশু-কিশোর চিত্র প্রদর্শনীতে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে সেটা আমাদের জন্য গর্বের।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স