ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন মারা গেছেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছবির ক্যাপশন: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ad728
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসাবাড়িতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তুহিন হোসেন (৩৮) মারা গেছেন।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউট সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জাতীয় বার্নের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শরীরে ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে তুহিন হোসেন মারা যান।

এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তুহিনের স্ত্রী ইভা আক্তারের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। অন্যদিকে, তাদের এক সন্তানের শরীরের ৪০ শতাংশ এবং আরেক ছেলের শরীরের ৮ শতাংশ পুড়ে যায়। তাদের সবাইকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স