ঢাকা | বঙ্গাব্দ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দার্জিলিংয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দার্জিলিংয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ ছবির ক্যাপশন: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দার্জিলিংয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪
ad728
ভারতের দার্জিলিংয়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এখনও বহু মানুষ নিখোঁজ এবং হাজারো পর্যটক পাহাড়ে আটকে রয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। নিহতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহা পিটিআইকে বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত কঠিন। কয়েকজন এখনও নিখোঁজ, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। টানা বৃষ্টিতে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।’

মাত্র ১২ ঘণ্টায় ৩শ’ মিলিমিটার বৃষ্টিপাতে দার্জিলিং পাহাড় ও দুয়ারস অঞ্চলে ব্যাপক ভূমিধস ও ক্ষয়ক্ষতি হয়েছে। দার্জিলিংয়ের মিরিক, সুখিয়াপোখরি ও জোরবঙ্গলো এবং জলপাইগুড়ির নাগরাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।

ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিংয়ের বাসিন্দা মনোজ রায় বলেন, ‘আমার ঘর কাদা ও পাথরে ঢেকে গেছে। সরকারের কাছে আবেদন, আমাদের থাকার মতো একটা ঘর করে দিন।’

দিনের শেষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা প্রশাসন গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) ও স্থানীয় এনজিওগুলোর সহযোগিতায় ত্রাণ শিবির স্থাপন করেছে। এক কর্মকর্তা জানান, ‘বন্যাদুর্গতদের জন্য খাবার, ওষুধ, কম্বল ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে।’

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স