ঢাকা | বঙ্গাব্দ

মহানবী (সা.) ও তাঁর স্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, শায়েস্তাগঞ্জে কলেজছাত্রী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
আটক শিক্ষার্থী আহমেদ তাবাসসুম ফাবিহা ছবির ক্যাপশন: আটক শিক্ষার্থী আহমেদ তাবাসসুম ফাবিহা
ad728
মহানবী (সা.) ও তাঁর স্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, শায়েস্তাগঞ্জে কলেজছাত্রী আটক

আল আমিন সাইফী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি | শনিবার, ৯ নভেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত খাদিজা (রা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

আটক শিক্ষার্থীর নাম আহমেদ তাবাসসুম ফাবিহা (১৯)। তিনি শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁও গ্রামের জসিম উদ্দিন আহমেদ জুয়েলের মেয়ে

“সারা সুজেন” নামের আইডি থেকে কটূক্তি পোস্ট

শনিবার দুপুরে ‘সারা সুজেন’ নামের ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও তাঁর স্ত্রী সম্পর্কে আপত্তিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক পোস্ট দেওয়া হয়।
অল্প সময়ের মধ্যেই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মুসলিম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ সৃষ্টি হয়।

বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে লোকজন ওই ছাত্রীর বাড়ির সামনে জড়ো হয়। একপর্যায়ে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাবিহাকে আটক করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি দিলীপ কান্ত নাথ) বলেন,

“স্থানীয়দের সহায়তায় আমরা অভিযুক্ত ছাত্রীকে আটক করেছি এবং পরে হবিগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

স্থানীয় ছাত্রনেতা আল আমিন সাইফী বলেন,

“মেয়েটিকে আটক করায় আমরা পুলিশের অনুরোধে আজকের রেলপার্কিং কর্মসূচি স্থগিত করেছি। আমরা সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

কলেজ কর্তৃপক্ষের অবস্থান

এদিকে “সারা সুজেন” নামের আইডিতে “এট জহুর চান বিবি মহিলা কলেজ”-এর নাম ব্যবহার করা হয়।
তবে কলেজ কর্তৃপক্ষ জানায়, “এই নামে আমাদের কোনো বর্তমান ছাত্রী নেই। দুই বছর আগে যার ছবি ব্যবহার করা হয়েছে, সে আমাদের কলেজ থেকে এইচএসসি পাস করে চলে গেছে। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা পোস্টের তীব্র নিন্দা জানাই।”

আটক শিক্ষার্থীর পরিবার দাবি করেছে, ফাবিহা মানসিকভাবে অসুস্থ।
তাদের ভাষায়, সে নিজের নামের পরিবর্তে ছদ্মনাম ‘সারা সুজেন’ ব্যবহার করে আইডিটি চালাত।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স