ঢাকা | বঙ্গাব্দ

কাল সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখার ঘোষণা মালিকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
কাল সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখার ঘোষণা মালিকদের ছবির ক্যাপশন: কাল সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখার ঘোষণা মালিকদের
ad728
আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদেশে দোকান, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দিয়েছেন দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।

প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও গাড়িতে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স