ঢাকা | বঙ্গাব্দ

সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে বিতর্কিত সংশোধনী পাস পাকিস্তানে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে বিতর্কিত সংশোধনী পাস পাকিস্তানে ছবির ক্যাপশন: সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে বিতর্কিত সংশোধনী পাস পাকিস্তানে
ad728
সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে সংবিধানের বিতর্কিত সংশোধনী পাস করলো পাকিস্তানের পার্লামেন্ট। 

বুধবার (১২ নভেম্বর) নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে দুই ধাপে ২৩৪ ভোটে পাস হয় ২৭তম সংশোধনী। বিপক্ষে ভোট পড়ে মাত্র চারটি। 

এর আগে সোমবার, বিরোধীদের বয়কটের পরও উচ্চকক্ষ সিনেটে পাস হয় বিলটি। এখন বিলটি আবার সিনেটে পাঠানো হবে। সেখানে আরেক দফা পরিমার্জনের পর আবারও ভোটাভুটির মাধ্যমে পাস হবে সংশোধনীটি।

এরপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই তা প্রণয়ন করা হবে। সংবিধানের ২৭তম সংশোধনীতে নতুন সৃষ্ট প্রতিরক্ষা প্রধান পদের মাধ্যমে আজীবন সুরক্ষা দেয়া হবে সেনাপ্রধানকে। 

এর পাশাপাশি, দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পাবেন তিনি। প্রতিরক্ষা প্রধানের অধীনে থাকবে নৌ ও বিমানবাহিনী। বিলটি এরই মধ্যে বিভিন্ন দেশে সমালোচনার জন্ম দিয়েছে।

সেইসাথে, ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। সকলের শঙ্কা, ভঙ্গুর গণতন্ত্র থেকে পুরোদস্তুর সামরিক শাসনের দিকে চলে যেতে পারে পাকিস্তান। অভ্যন্তরীণ রাজনীতিতে বৃদ্ধি পাবে সামরিক প্রভাব।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স