ঢাকা | বঙ্গাব্দ

'অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে আ. লীগ মানুষ পুড়িয়ে মারছে '

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ad728
অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচারকে প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালেনয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত। দেশের বেশকয়েকটি স্থানে চোরাগুপ্তা হামলা করেছে তারা। এ সময় জনগণ আওয়ামী লীগকে লকডাউন দিয়ে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন,দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। নানা কর্মসূচি আর বিভ্রান্তিমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্র উত্তোরণে বাধা সৃষ্টি করা হলে পাঁচ আগস্টের পরাজিত শক্তি সফল হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স