ঢাকা | বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি ছবির ক্যাপশন: জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি
ad728
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এই আদেশে সাক্ষর করেন তিনি।

এই আদেশের ভিত্তিতে গণভোট হবে বলে জানা গেছে। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর বিষয়ে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেয়া হবে।

এদিকে, বর্তমানে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রধান উপদেষ্টা তার এই ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স