ঢাকা | বঙ্গাব্দ

অনলাইন-অফলাইনে নারীর নিরাপত্তাহীনতা অগ্রগতির অন্তরায়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবির ক্যাপশন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ad728
অনলাইন ও অফলাইনে নারীরা নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। যা দেশের অগ্রগতির অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ভয় নিয়ে নারীরা এগুতে পারবে না। ডিজিটাল যুগে, আগের চেয়ে বেশি সুযোগ থাকলেও, হুমকি আছে। এতে, সাইবার জগত নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। 

ফেসবুক পোস্টটিতে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

যার প্রথমটি হলো— 'জাতীয় অনলাইন সেফটি সিস্টেম' এর মাধ্যমে সাইবার বুলিং ও হুমকির দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার। 'জনজীবনে নারীর সুরক্ষা'-নিশ্চিতের লক্ষ্যে, সাংবাদিক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য আইনগত ও প্রযুক্তিগত সহায়তা। এছাড়া, 'ডিজিটাল নিরাপত্তা শিক্ষা'র মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক প্রশিক্ষণ চালুর কথাও জানান তারেক রহমান। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স