ঢাকা | বঙ্গাব্দ

শহীদ মিনারে আউটসোর্সিং কর্মচারীদের সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
শহীদ মিনারে আউটসোর্সিং কর্মচারীদের সমাবেশ ছবির ক্যাপশন: শহীদ মিনারে আউটসোর্সিং কর্মচারীদের সমাবেশ
ad728
আউটসোর্সিং নীতিমালা-২০২৫ সংশোধন করে ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠানে নিয়োগ ও কর্মকর্তাদের চাকরি নিশ্চয়তাসহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে 'বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ'।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আন্দোলনরতরা জড়ো হন।

তারা বলেন, ঠিকাদারের মাধ্যমে নিয়োগের কারণে বেতন না পাওয়া, কর্মী ছাটাই, পদোন্নতি না হওয়াসহ নানাবিধ জটিলতা চলছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বিভিন্ন সময় সরকার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি বলে তাদের অভিযোগ।

বক্তারা আরও বলেন, কোনো আশ্বাসেই আন্দোলন ছেড়ে বাড়ি ফিরবেন না তারা। দাবি আদায় না হলে সারাদেশের সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত সব কর্মচারী-কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স