ঢাকা | বঙ্গাব্দ

রামপুরায় ২৮ হত্যা: রেদোয়ানুলসহ ট্রাইব্যুনালে ২ সেনা কর্মকর্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
ফাইল ছবি। ছবির ক্যাপশন: ফাইল ছবি।
ad728
রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়।রেদোয়ানুল ছাড়া অপর আসামি হলেন মেজর মো. রাফাত বিন আলম। এ মামলায় চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করবে প্রসিকিউশন।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে। এদিকে, আজও নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে ট্রাইব্যুনালের আশপাশ এলাকা।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স