ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ৩২

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2025 ইং
ডেঙ্গুতে আক্রান্ত ছবির ক্যাপশন: ডেঙ্গুতে আক্রান্ত
ad728

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩২ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে ৩ জন ও রাজশাহী বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে প্রথম ২২ দিনে ৯৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন নয়জন। মারা যাওয়াদের মধ্যে আটজনই পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ছিল।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted