ঢাকা | বঙ্গাব্দ

ফারুক খানের ফেসবুক আইডি থেকে পোস্ট— যা বলছে কারা কর্তৃপক্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2025 ইং
হত্যা মামলায় গ্রেফতার ছবির ক্যাপশন: হত্যা মামলায় গ্রেফতার
ad728
হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়।

স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শেয়ার করার পাশাপাশি নাগরিকদের প্রশ্ন, কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক ব্যবহার করলেন, কীভাবে মোবাইল ব্যবহার করলেন? অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

এ নিয়ে কারা কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ফারুক খান নামে জনৈক ব্যক্তির ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিন শর্ট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে, কারাগার হতে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক আছেন।

এতে আরও বলা হয়, কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইলফোন ব্যবহারের কোনো সুযোগ নেই বিধায় বর্ণিত আইডিটি সাবেক মন্ত্রী ফারুক খান কর্তৃক কারাগার হতে পরিচালনা করা সম্ভব নয়। তবে অন্য কেউ বা তার আত্মীয়-স্বজন কর্তৃক ফারুক খান নামের আইডিটি পরিচালনা করছে কি না তা কারা কর্তৃপক্ষ অবগত নয়। বিষয়টি অনুসন্ধান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আনুরোধ জানানো হয়েছে।

ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখা হয়, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না।
এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম। কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনও ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted