ঢাকা | বঙ্গাব্দ

শুল্ক বাড়ানোর প্রতিবাদে সমুদ্র ও স্থলবন্দরে ফল খালাস বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2025 ইং
সমুদ্র ও স্থলবন্দরে ফল খালাস বন্ধ ছবির ক্যাপশন: সমুদ্র ও স্থলবন্দরে ফল খালাস বন্ধ
ad728
ফল আমদানিতে অতিরিক্ত শুল্কারোপ করায়, সমুদ্র ও স্থলবন্দর দিয়ে ফল খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি চলছে। এর আগে, সারাদেশে ফল ব্যবসায়ীরা সমাবেশ এবং গতকাল সোমবার রাজস্ব বোর্ডের সামনে বিক্ষোভ করেন।

গত ৯ জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর বাজারে ফলের সরবরাহ কিছুটা কমেছে।

চট্টগ্রামের দোকানীরা জানিয়েছেন, শুল্ক বাড়ার পর ব্যবসা কমেছে অন্তত ৩০ শতাংশ। কেজিতে দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ফল আমদানি অর্ধেকের নিচে নেমেছে। বড় ধরনের রাজস্ব ঘাটতির শঙ্কায় পড়েছে কাস্টমস বিভাগ।

আগে প্রতিদিন এইবন্দরে ফল আমদানিতে ২৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। সেটি এসে দাঁড়িয়েছে ৫ কোটিতে। আগে প্রতিদিন ৫০ থেকে ৭০ ট্রাক ফল আমদানি হতো। বর্তমানে ২০ থেকে ২২ ট্রাকে ফল আসছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted