ঢাকা | বঙ্গাব্দ

পরিবহন খাতের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অপচয় বন্ধের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2025 ইং
পরিবহন খাতের ছবির ক্যাপশন: পরিবহন খাতের
ad728
সড়ক, রেল, নৌ ও বিমানপথের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারলে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে উন্নয়ন প্রকল্পে অপচয় ও দুর্নীতির সংস্কৃতি বন্ধ করার তাগিদও দেন তিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের এক সেমিনারে একথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, অতীতের সরকারগুলোর ভ্রান্ত নীতির কারণে এতোদিন বিভিন্ন সংস্থার মধ্যে কোন সমন্বয় ছিলো না। দেশের অধিকাংশ প্রকল্পে ভূমি অধিগ্রহণ করতে হয়। আমাদের এসব সাংস্কৃতিক দৈনতা ও স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, ট্রান্সপোর্ট সেক্টরের সকল বিভাগ যদি এক সাথে কাজ করে তাহলে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব হবে। দেশে অনেক ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প তৈরি করলেও সমন্বয়ের ঘাটতির কারণে সেসব প্রকল্পের সেবা নাগরিক ভোগ করতে পারে না বলে জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, আমাদের দেশে সিস্টেমেই গলদ রয়েছে। উন্নয়ন টেকসই করতে প্রথমে বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করতে হবে বলে জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted