ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের ভিত্তিহীন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব কথা জানিয়েছে।

প্রেস উইং জানায়, বাংলাদেশ একটি স্থিতিশীল, গণতান্ত্রিক দেশ যেখানে শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে রয়েছে তার সশস্ত্র বাহিনী, যারা জাতীয় স্বার্থ রক্ষা, জনগণ এবং সংবিধান রক্ষার জন্য পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে প্রদর্শন করেছে। এই চাঞ্চল্যকর প্রতিবেদনগুলো, যা সম্পূর্ণরূপে তথ্যপ্রমাণবিহীন, এমন একটি এজেন্ডা দ্বারা চালিত বলে মনে হয় যা সত্যের চেয়ে অনুমানকে অগ্রাধিকার দেয়, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।


এই ধরনের বক্তব্য প্রচারের মাধ্যমে, এই সংবাদমাধ্যমগুলো কেবল সাংবাদিকতার অখণ্ডতাকেই বিপন্ন করে না বরং দুটি প্রতিবেশী দেশের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিও তৈরি করে। গণমাধ্যম সংস্থাগুলোর জন্য নীতিগত সাংবাদিকতা মেনে চলা, তথ্য যাচাই করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করে এমন অযাচাইকৃত দাবি প্রচার করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স