ঢাকা | বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল ইস্যুতে অবশেষে অবস্থান স্পষ্ট করলো আরব আমিরাত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ইরান-ইসরায়েল ইস্যুতে অবশেষে অবস্থান স্পষ্ট করলো আরব আমিরাত ছবির ক্যাপশন: ইরান-ইসরায়েল ইস্যুতে অবশেষে অবস্থান স্পষ্ট করলো আরব আমিরাত
ad728

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি শাসনব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল বিধিনিষেধ ও আইনকে উপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েলের অপরাধ চলতেই থাকে, তবে এই অঞ্চল কখনোই টেকসই শান্তি ও নিরাপত্তা দেখতে পাবে না।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি ঘরোয়া ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তবে হামাস নেতা ইসমাইল হানিয়েহকে তেহরানে হত্যার মাধ্যমে ইসরায়েল ইরানের শান্তিপ্রচেষ্টা নস্যাৎ করতে চেয়েছে।

পেজেশকিয়ান আরও জানান, ইসরায়েলের চলমান হামলা শুরু হয় এমন এক সময়, যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিল, যাতে বিশ্বকে নিশ্চিত করা যায় যে তেহরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

তিনি এসব হামলাকে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন এবং তীব্র নিন্দা জানান।

অন্যদিকে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরান সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত ব্যাপক আলোচনা শুরু করেছে।

সূত্র: ইরনা


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স