ঢাকা | বঙ্গাব্দ

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ছবির ক্যাপশন: যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ad728

দেশের সাত জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া এক সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
 
এ ছাড়াও অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স