ঢাকা | বঙ্গাব্দ

মাদরাসা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2025 ইং
মাদরাসা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে ছবির ক্যাপশন: মাদরাসা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
ad728

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। 

এ বছর পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। যা গত বছর ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। আর এ বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন।

যা গত বছর ছিল ১৪ হাজার ২০৬। সেই হিসেবে মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫।

 

আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশের দিন অভিভাবকদের করণীয়
এসএসসির ফল প্রকাশের দিন অভিভাবকদের করণীয়
১০ জুলাই, ২০২৫
 

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

সে হিসাবে পাসের হার অনেক কমেছে। তার মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

 

আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ
এসএসসির ফল প্রকাশ
১০ জুলাই, ২০২৫
 

 

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সারা দেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স