ঢাকা | বঙ্গাব্দ

কোরিয়ান উপদ্বীপে আবারও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
বুধবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবির ক্যাপশন: বুধবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ad728
কোরিয়ান উপদ্বীপে আবারও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে সমুদ্রের দিকে তাক করে ছোড়া হয় এসব রকেট। পীত সাগরের উত্তরাঞ্চলীয় জলসীমায় এসব সমরাস্ত্র শনাক্ত করা হয়েছে। বিস্তারিত জানতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সিউল। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়মিতই মিসাইল-ড্রোনসহ বিভিন্ন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। মূলত কোরিয়ান উপদ্বীপে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার মতো শত্রু রাষ্ট্রের বিভিন্ন তৎপরতার জবাবে পিয়ংইয়ংয়ের এসব পদক্ষেপ।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স