ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবের জেদ্দায় ভারি বৃষ্টি ও বজ্রপাত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
পানিতে তলিয়েছে অনেক যানবাহনও। এতে চরম ভোগান্তিতে পড়ে জনজীবন। ছবির ক্যাপশন: পানিতে তলিয়েছে অনেক যানবাহনও। এতে চরম ভোগান্তিতে পড়ে জনজীবন।
ad728
ভারি বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক ও স্থাপনা। পানিতে তলিয়েছে অনেক যানবাহনও। এতে চরম ভোগান্তিতে পড়ে জনজীবন। এক প্রতিবেদনে 'গালফ নিউজ' জানায়, প্রায় ৫ বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলো শহরটি। বৃষ্টি-বন্যার বেশকয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 

এরই মধ্যে, জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অপরদিকে, সৌদি আরবের তাবুক এলাকায়ও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে ভূমিধসে সড়কের মাঝখানে বিরাট গর্ত তৈরির ঘটনা ঘটেছে। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মানুষের নিরাপত্তার জন্য ওই এলাকায় রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। জরুরি উদ্ধারকারী দল ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানায়, এখন আর নতুন করে কোনো ধরনের ধসের ঝুঁকি নেই। তবে সাবধানতার জন্য সাধারণ মানুষকে ওই জায়গা থেকে দূরে থাকতে বলা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স