ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জাপানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
নবনিযুক্ত রাষ্ট্রদূত ছবির ক্যাপশন: নবনিযুক্ত রাষ্ট্রদূত
ad728
বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ সমর্থনও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান জাপানি রাষ্ট্রদূত। সেখানেই এসব প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তিনি।

জাপানি রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশে আমাদের ব্যবসা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। শুধু চালিয়েই যাব না, বরং আরও সম্প্রসারণ করব। এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়।

প্রধান উপদেষ্টা জানান, জাপান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদার এবং সরকার এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। তিনি বলেন, আমরা জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে সত্যিই গর্বিত। এসময় জাপানি দূত বাংলাদেশে চলমান প্রকল্পগুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও নিশ্চয়তা দেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted